ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত

৯৫

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছে। নিহতরা বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান শেখ, শহিদুল শেখের ছেলে সরোয়ার শেখ, শুকুর আলীর ছেলে সাকিল বলে জানা যায়।

শুক্রবার(১৯/১০/২০১৮) দুপুর সাড়ে ১২ টায় দিকে ফরিদপুর এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ীর কালুখালি থেকে ভাটিয়াপাড়া যাবার সময় সোলাকুড়া রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২ দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার রাজ্জাক জুট মিলের শ্রমিকবাহী একটি (অটোরিক্সা) ১৪ জন শ্রমিক নিয়ে রেলগেট ক্রসিং করার সময় কালুখালী থেকে ছেড়ে আসা ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ শ্রমিক নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like