ট্রেন-বাস ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভীড়
ঈদ আনন্দ প্রিয়জনের সাথে ভাগ করে নিতে বাড়ি ফিরতে হবে। তাই বাস-ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে ঘরমূখী মানুষের উপচে পড়া ভীড়।
রাজধানীর সদরঘাটের লঞ্চ টার্মিনালে সকাল থেকেই যাত্রীদের ভীড় ছিলো চোখে পড়ার মতো। পরিবারের সাথে ঈদ করার আনন্দ ছিলো সবার চোখে-মুখে। তবে, নির্ধারিত সময়ে লঞ্চ না ছাড়ায় কিছুটা ভোগান্তিও ছিলো।
কিছুটা অব্যবস্থাপনার কথা স্বীকার করে বিআইডব্লিউটিএ’র মেরিন সেফটি ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক জানান, লঞ্চ মালিকদের সমন্বয় হীনতার কারণেই এমনটা ঘটেছে।
অন্যদিকে কমলাপুর রেল স্টেশনেও ঘরমূখী যাত্রীর চাপ ছিলো বেশ। নাড়ীর টানে বাড়ি ফেরার উচ্ছ্বাস ছিলো সবার মধ্যে। তবে, উত্তরবঙ্গগামী ট্রেনের চরম সিডিউল বিপর্যয় ছিলো আজও।
নিউজ ডেস্ক / বিজয় টিভি