ঠাকুরগাঁওয়ে গুজব রোধে পুলিশি প্রচারণা
ছেলেধরা গুজব ও গণপিটুনি রোধে প্রচারণায় নেমেছে ঠাকুরগাঁও পুলিশ।
বুধবার সকালে এ উপলক্ষ্যে উপজেলার সালন্দর ইউনিয়নসহ জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যরা। এসময় গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বান জানান পুলিশ সুপার।
নিউজ ডেস্ক / বিজয় টিভি