ঠাকুরগাঁওয়ে বাফুফে’র বিরুদ্ধে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে ‘জেএফএ কাপ অনুর্ধ-১৪’ জাতীয় নারী চ্যাম্পিয়নশীপে নারী ফুটবলারদের বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
রবিবার দুপুরে ‘নাগরিক অধিকার আন্দোলন’ সংগঠনের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক আতাউর রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজুসহ অন্যরা। বক্তারা বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন’ যে কাজটি করেছে তা কোনো ভাবেই মেনে নেয়ার মতো নয়। মিথ্যা অপবাদ দিয়ে মেয়েদের দলটিকে বাদ দেয়ায় এর সঠিক বিচারের দাবি জানান
নিউজ ডেস্ক / বিজয় টিভি