ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় রেলষ্টেশন পাড়ায় বসবাসকারীদের পুর্ণবাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় রেলষ্টেশন পাড়ায় বসবাসকারীদের পুর্ণবাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন হয়েছে।
সকালে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা মোড়ে ক্ষতিগ্রস্থ পরিবারবৃন্দের আয়োজনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলার পৌর মেয়র কশিরুল আলমসহ অন্যরা। এসময় তারা গরীব অসহায় পরিবারগুলোকে উপযুক্ত স্থানে পুর্ণবাসন করারও দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি