ডাবল সেঞ্চুরিতে জিম্বাবুয়ের হোয়াইটওয়াশ

১২৮

জিম্বাবুয়ের করা ২৮৬ রানের পথটা সৌম্য সরকার ও ইমরুল কায়েস হাত ধরে সহজেই পারি দিল বাংলাদেশ। মাত্র ৩ উইকেট হারিয়ে ৪৭ বল আগেই জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ৭ উইকেটের এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০তে জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করলো টাইগাররা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বড় সংগ্রহ দাঁড় করে জিম্বাবুয়ে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শন উইলিয়ামসের ১২৯ রানের সঙ্গে ব্রেন্ডন টেলরের ৭৫ রানে ভর দিয়ে নির্ধারিত ৫০ ওভারে সফরকারীরা ৫ উইকেটে করে ২৮৬ রান। কঠিন এই লক্ষ্য সৌম্যর ১১৭ ও ইমরুলের ১১৫ রানের ঝলমলে দুটো ইনিংসে সহজেই পেরিয়ে গেছে বাংলাদেশ।

ঝড়ো সেঞ্চুরিতে দলের জয়ে অবদান রাখায় সৌম্যর হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ব্যাট হাতে রানের বৃষ্টি ঝরানো ইমরুল জিতেছেন সিরিজসেরা পুরস্কারটি।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like