ডাম্পিং স্টেশন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

১১০

জামালপুরের মেঘাবাড়ী আবাসিক এলাকায় ডাম্পিং স্টেশন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে একটি মিছিল বের করে এলাকাবাসী। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় বক্তারা বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা মেঘাবাড়ীতে ডাম্পিং স্টেশন স্থাপন করা হলে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি এলাকার মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। গ্রামবাসী এর আগে সড়ক অবরোধসহ নানা কর্মসূচী পালন করলেও প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে বিক্ষুব্দ্ধ এলাকাবাসী।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like