ডিম ব্যবসা পরিচালনার জন্য সুষ্ঠ নীতিমালা প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন

১০

ডিম ব্যবসা পরিচালনার জন্য সুষ্ঠ নীতিমালা প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতি।

রোববার সকালে নগরীর পাহাড়তলী ডিম ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর লিটন।

এসময় সংগঠনের সদস্যরা ডিম বিক্রয়ের সুষ্ঠ নীতিমালা প্রণয়ন করে ব্যবসায়ীদের হয়রানি থেকে রক্ষার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, নানা দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ লেবার ফেডারেশন।

এসময়, সংসদে উত্থাপিত জরুরী পরিসেবা বিল বাতিল, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ ভাতা বন্ধের প্রতিবাদ ও রেলওয়ের ত্রুটিপূর্ণ নিয়োগ বিধি-২০২০ সংশোধন, নির্মাণ শ্রমিকদের কাজের সময় জীবনের নিরাপত্তা, শীপ ব্রেকীং শিল্প শ্রমিকদের জন্য ঘোষিত ন্যুনতম মজুরী ১৬ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবি জানান।

You might also like