ডিসেম্বরের মধ্যে রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রকাশ হবে

১২১

মুজিবনগরকে স্বাধীনতার তীর্থ ভূমি হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

দুপুরে মেহেরপুর মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র প্রকল্পের স্থাপত্য নকশা অনুমোদন সংক্রান্ত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় মন্ত্রী, দেশের প্রতিটি জায়গায় মুক্তিযোদ্ধাদের নামে সড়ক, ব্রীজ, কালভার্ট নির্মাণ করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি মুক্তিযুদ্ধ বিরোধীদের তালিকা প্রকাশ করার কথাও জানান মন্ত্রী। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like