ডেঙ্গু জ্বরে মাদারীপুরে পোষাক শ্রমিকের মৃত্যু

৯২

মাদারীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিপন হাওলাদার নামে এক পোষাক শ্রমিকের মৃত্যু হয়েছে।  এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাড়ালো ৫।

সোমবার দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানায়, রিপন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৩ আগস্ট ঢাকা থেকে বাড়িতে আসেন। রোববার রাতে রিপন গুরুতর অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাদারীপুরের সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম জানান, গত ১০ দিনে জেলার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫৮ জন রোগী। এখন সরকারি হাসপাতালগুলোতে ভর্তি আছে ১০ জন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like