ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা
ডেঙ্গু মুক্ত নগর গড়তে নৌ বাহিনীর উদ্যোগে জনসচেতনতামূলক সভা হয়েছে।
দুপুরে নগরের ব্যারিষ্টার সুলতান আহম্মদ ডিগ্রি কলেজ ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে নৌ বাহিনীর আয়োজনে এ সভা হয়। এসময় বক্তব্য রাখেন, ডিগ্রী কলেজে ইনস্ট্রাক্টর কমান্ডার এইচ এম মশিউর রহমান বিএন, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ইনস্ট্রাক্টর মো. নেওয়াজ বিএন। বক্তারা বলেন, সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। নিজেদের সচেতনতাই মশার আবাস ও প্রজননক্ষেত্র ধ্বংস করতে পারলে এ সমস্যা নির্মূল হবে। তাই এসব জায়গায় যাতে পানি জমতে না পারে সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে জনসাধারণের প্রতি অনুরোধ জানান তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি