ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম শুরু

১৪৩

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি চট্টগ্রামে মশক নিধন কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।

সোমবার দুপুরে নগরের আউটার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে আউটার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ক্যামিক্যাল স্প্রে এবং ব্লিচ পাউডার ছিটানো হয়। এর আগে সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে ‍র‌্যালী বের করা হয়। বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের নেতৃত্বে ‍র‌্যালীটি নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like