ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক র্যালি
‘শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ’ স্লোগানে মৌলভীবাজারে পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক র্যালি করেছে জেলা আওয়ামী লীগ।
দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে র্যালিটির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ। তিনি বলেন, ডেঙ্গু সনাক্ত রোগীদের চিকিৎসায় আন্তরিকতার সাথে কাজ করছে সরকার। এছাড়া ডেঙ্গু থেকে রক্ষা পেতে বাড়িসহ এর আশপাশ পরিস্কার রাখার আহ্বান জানান তিনি। এদিকে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’ প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন, থানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচী পালন করে। এছাড়া খাগড়াছড়ি, শেরপুরসহ বিভিন্ন জেলায় সচেতনতামূলক কর্মসূচী পালন করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি