ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার আহ্বান সিটি মেয়রের

১১৯

ডেঙ্গুর প্রাদুর্ভাব ও সংক্রমণ রোধে নগরীর সকল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিজের বিদ্যালয়, বাড়ির আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দীন।

রোববার চসিক পরিচালিত ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান-এর ম্যানেজিং কমিটির সভায় এ আহ্বান জানান তিনি। এছাড়া গুজব রোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং এ ধরনের গুজব থেকে তাদের দুরে থাকার পরামর্শ দেয়ারও আহ্বান জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, কাউন্সিলর নাজমুল হক ডিউক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা জাবেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়াসহ অন্যরা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like