ডেঙ্গু বিষয়ে কারো দায়িত্ব হীনতা বরদাস্ত করা হবে না- স্থানীয় সরকার মন্ত্রী

৯২

ডেঙ্গু বিষয়ে কারো দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার সকালে কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি বার্ড-এ ৫২তম বার্ষিক পরিকল্পনা কনফারেন্সে এ হুশিয়ারি দেন। তিনি আরো বলেন, বর্তমান সময়ে দেশের বিভিন্নস্থানে ডেঙ্গু প্রবণতা দেখা দিলেও এতে আতংকিত হবার এবং গুজব ছড়ানোর কিছু নেই। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের যথেষ্ট নজরদারি রয়েছে। বার্ড-এর মহাপরিচালক ড. এম মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক আবুল ফজল মীর সহ আরো অনেকে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like