ঢাকার আশেপাশের ৭ জেলায় লকডাউন

১২৬

করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়া আজ মঙ্গলবার থেকে ঢাকার আশেপাশের ৭ জেলায় লকডাউন শুরু। আগামী ৩০ জুন পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।

জেলাগুলো হলো-মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।

 সরকারের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাবে না এবং ঢাকায় প্রবেশও করবে না। ঢাকা থেকে সাত জেলায় আগামী নয়দিন কোনো ট্রেন থামবে না; কোনো নৌযানও ভিড়বে না। অর্থাৎ সারাদেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন থাকবে রাজধানী।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশে কয়েক দিন ধরে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। তার পরিপ্রেক্ষিতে (সোমবার) সিদ্ধান্ত হয়েছে যে, ঢাকাকে আমরা একটু কাট-অব (বিচ্ছিন্ন) রাখতে চাই অন্য জেলার সঙ্গে। সেজন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা সাত জেলা লকডাউনের আওতায় এনেছি।

You might also like