ঢাকার বুড়ীগঙ্গাকে দেখা গেল হলিউডের ছবির ট্রেলারে
ঢাকা শহরের প্রেক্ষাপটে নির্মিত হলিউডের ছবি ‘এক্সট্র্যাকশন’। প্রাথমিক ভাবে ছবিটির নাম ‘ঢাকা’ থাকলেও পরবর্তীতে তা পরিবর্তন করে এক্সট্র্যাকশন রাখা হয়েছে। ঢাকার কারাবন্দি এক মাদক সম্রাটের পরিবারকে নিয়ে ধুন্দুমার অ্যাকশানে ভরপুর সিনেমার গল্প।
ঢাকার কারাবন্দি এক মাদক সম্রাটের ছেলেকে অপহরণ করা হয়। অপহৃত সেই ছেলেকে উদ্ধারের জন্য ভাড়া করা হয় টাইলার রেককে। নির্ভীক সৈন্য টাইলারের ভূমিকায় পর্দায় থাকছেন মারভেল কমিকসের সুপারহিরো অস্ট্রেলিয়ান অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ।
৭ এপ্রিল এক্সট্র্যাকশন-এর ৩ মিনিটের ’ট্রেলার মুক্তি পেয়েছে অন্তর্জালে। ট্রেলারে ইরানি অভিনেত্রী গোলশিফতা ফারাহানির সংলাপে জানা যায় বাংলাদেশ ও ভারতের দুই মাদক সম্রাটকে উৎখাত করার মিশন এটি।
ট্রেলরে দেখা গেছে বুড়িগঙ্গা নদীর এদিক-ওদিক অনেক নৌকা। দু’পাশে নোঙর করে আছে দুটি লঞ্চ। এছাড়া বুড়িগঙ্গার তীরের দৃশ্যও দেখা গেছে ট্রেলারে।
বুড়িগঙ্গার দৃশ্যগুলোর শুটিংয়ে ছবির একটি ইউনিট এসেছিল ঢাকায়। অস্ত্র ও মাদক ব্যবসার অন্ধকার জগতকে ঘিরে অ্যাকশনে ভরপুর ছবিটির বাকি দৃশ্যধারণ হয়েছে ভারতের মুম্বাই ও আহমেদাবাদে। ভারতে শুটিং হলেও সেট তৈরি করে ঢাকা শহরের আদলেই দৃশ্যধারণের কাজ হয়েছে সেখানে ।
স্যাম হারগ্রেভের পরিচালনায় ছবিতিতে আরও অভিনয় করেছেন ডেভিড হারবার, ভারতীয় অভিনেতা রণদীপ হুদা, পঙ্কজ ত্রিপঠিসহ অনেকে। জো রুশো ও অ্যান্থনি রুশো পরিচালক ভ্রাতৃদ্বয়ের প্রযোজনায় আগামী ২৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি