ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি

৩৯৩

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার থেকেই আকাশ মেঘলা। আজ বুধবার ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কাল বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া এ রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সমুদ্রবন্দরগুলোকে গতকালের মতো আজও ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঢাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি। বসন্তের এই সময়ে এমন আবহাওয়ায় অনেকে ছিলেন অপ্রস্তুত। এতে কর্মব্যস্থতা মানুষ ঘর থেকে বেরিয়ে বিড়ম্বনায় পড়েছেন। সাড়ে ১০টা পর্যন্ত আকাশ কালো মেঘে ঢাকা ছিল। ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে।

গতকাল আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, সাধারণত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে পশ্চিমা লঘুচাপ ও পূবালী বাতাসের সংঘর্ষে আবহাওয়া বিক্ষুব্ধ হয়ে ওঠে। আগামী দু-এক দিন এ ধরনের আবহাওয়া থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে ওঠার সম্ভাবনা আছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like