ঢাকায় পৌঁছেছে ভারতের উপহার করোনা টিকা

২০৬

ঢাকায় পৌঁছেছে ভারতের উপহার হিসেবে দেয়া ২০ লাখ ডোজ অক্সফোর্ডের করোনা টিকা ‘কোভিশিল্ড’।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টিকার প্রথম চালান।

এর আগে সকাল ৮টায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি।

বিমানবন্দর প‌রিচালক গ্রুপ ক্যা‌প্টেন তৌ‌হিদুল ইসলাম গণমাধ্যমকর্মী‌দের এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে কয়েক‌টি ট্রাক ভেতরে প্রবেশ করেছে। আনুষ্ঠা‌নিকতা শেষে ভ্যাক‌সিনগু‌লো তেজগাঁও ই‌পিআই স্টোরে নেয়া হবে।

সকাল ১০টা ১২ মিনিটে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজেও এ বিষয়ে জানানো হয়। সেখানে টিকাসহ একটি উড়োজাহাজের ছবি দিয়ে বলা হয়, গন্তব্য বাংলাদেশে! ভারতে তৈরি কোভিডের চালান বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে!

You might also like