ঢাকা বেনাপোল রুটে চালু হচ্ছে বেনাপোল এক্সপ্রেস
ঢাকা-বেনাপোল রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন সার্ভিস ‘বেনাপোল এক্সপ্রেস। আগামী ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন।
এ উপলক্ষ্যে শনিবার সকালে বেনাপোল রেলওয়ে ষ্টেশন পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তরের মহা পরিচালক শামছুজ্জামান। সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, রেলওয়ের মহা ব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম নয়ন, অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষসহ অন্যরা। পরে তিনি ইমিগ্রেশনসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি