ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ কিমি যানজট
ভাঙ্গার বগাইল টোল প্লাজা এলাকায় ঢাকা থেকে ভাঙ্গাগামী যানবাহনগুলো চার কিলোমিটারে বেশি ও ভাঙ্গা থেকে ঢাকাগামী যানবাহনগুলোর এক থেকে দেড় কিলোমিটারের বেশি এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ভাঙ্গা হাইওয়ে ওসি হামিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়েতে প্রথম দিনেই টোল আদায়কে ঘিরে বাক-বিতণ্ডায় জড়াচ্ছেন চালকরা। এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে টোল প্লাজা থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন এ পথের যাত্রীরা।
ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৫ রুটে বাস চলাচল করে। বাসের মোট আসনের ৭০ শতাংশ পূর্ণ ধরে টোলের হিসাব করায় ওই অঞ্চলের সব রুটেই ভাড়া বেড়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের জন্য ট্রেইলারকে ১৬৯০টাকা, হেভি ট্রাক ১১০০ টাকা, মিডিয়াম ট্রাক ৫৫০, বড় বাস ৪৯৫, মিনি ট্রাক ৪১৫ টাকা, মিনিবাস বা কোস্টার ২৭৫ টাকা, মাইক্রোবাস ২২০, সেডান কার ১৪০ এবং মোটরসাইকেলকে ৩০ টাকা দিতে হবে।
এর আগে গত ৭ জুন রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটে চলাচলকারী বাস ভাড়া চূড়ান্ত করে বিআরটিএ। এরপর ২০ জুন হালনাগাদ দূরত্বের ভিত্তিতে ভাড়া পুনরায় নির্ধারণ করা হয়।