ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে চার যুবকের মৃতদেহ উদ্ধার

১১২

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ২টি পিস্তল ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে ওই চার যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই ৪ যুবকের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখি বিদ্যালয়ের সামনে থেকে চারজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ ১শ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের চারজনেরই মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like