ঢাবির গ্রন্থাগারের পেছন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম চৌধুরী বিষয়টি জানিয়েছেন।
মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, নবজাতকটি মায়ের পেটে ছয় থেকে সাত থেকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নবজাতকটি ছেলে হতে পারে বলেও মনে করা হচ্ছে। এছাড়া বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।
গ্রন্থাগারের পেছনে শিশুর মরদেহটি কয়েক দিন ধরে পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি