তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩২২ রান
ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩২২ রান করেছে বাংলাদেশ। তামিম ১৫৮ রান করেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। তামিম ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির স্বাদ নেন। ১৩৬ বল মোকাবেলা করে ২০টি চার ও ৩টি ছক্কা মারেন তামিম।
মুশফিকুর রহিম ৫০ বলে ৫৫, মাহমুদুল্লাহ রিয়াদ ৫৭ বলে ৪১ ও মোহাম্মদ মিঠুন ১৮ বলে অপরাজিত ৩২ রান করেন।
চার্ল মুম্বা-ডোনাল্ড তিরিপানো ২টি করে উইকেট নেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি