তাহিরপুরে শিক্ষক বিহীন সরকারী প্রাথমিক বিদ্যালয়

১৭

সুনামগঞ্জের তাহিরপুরে শিক্ষক বিহীন বিদ্যালয়ের নাম শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দুর্গম হাওরাঞ্চলে শরীফপুর গ্রামে বিদ্যালয়টির অবস্থান।

খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ে ৫ জন শিক্ষকের সৃষ্ট পদ রয়েছে। এর মধ্যে ২০২০ সালে ১৭ মার্চের পূর্বে শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন শিক্ষক কর্মরত ছিলেন। ঐ সময় ২ জন শিক্ষক অন্যত্র বদলি হয়ে চলে যান। পরবর্তীতে ১ জন শিক্ষক বিদ্যালয়ে কর্মরত থাকেন। ২০২১ সালের ২১ নভেম্বর বিদ্যালয়ের একমাত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উৎফল কুমার তালুকদার ডিপিইএড দেয়ার জন্য সুনামগঞ্জ চলে যান দেড় বছরের জন্য। তিনি চলে যাওয়ার পর থেকে শিক্ষক শূন্য হয়ে পরে বিদ্যালয়টি ।

পরবর্তীতে এখন পর্যন্ত কোন শিক্ষক দেয়া হয়নি এ বিদ্যালয়ে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উৎফল কুমার তালুকদার জানান, বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে। বিদ্যালয়টির কোন দিকে সাইন বোর্ডও চোখে পড়েনি।

বিদ্যালয়ের ছাত্র অভিভাবক বিধু ভুষন জানান, বেশ কয়েক বছর ধরে একজন শিক্ষক কোন রকম বিদ্যালয় খোলা ও বন্ধের কাজটি করছিলেন। কিন্তু গত নভেম্বরে হতে সে কাজটিও বর্তমানে বন্ধ আছে। শুনেছি প্রধান শিক্ষক প্রশিক্ষণে চলে গেছেন। তিনি আরো জানান, বিদ্যালয়ে কোন দপ্তরী নিয়োগ থাকলে অন্ততপক্ষে বিদ্যালয়টি খোলা ও বন্ধের কাজটি চলতো।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিজয় তালুকদার বলেন, ২০২০ সাল হতে বিদ্যালয়ে ১ জন শিক্ষক কর্মরত আছেন। এই এক জনকেও নভেম্বর মাস হতে ডিপিইএডএ যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। বর্তমানে বিদ্যালয়টি শিক্ষক শূন্য আছে।

এ বিষয়ে তাহিরপুর উপজেলার শিক্ষক সমিতির নেতা শাহগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুবাশ্বির আলী বলেন, ১৯৮৯ সালে স্থাপিত হওয়া শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ২০১৩সালে জাতীয়করণ করা হয়েছে। সেদিক থেকে প্রধান শিক্ষক উৎফল কুমার সরকারের শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি পাশ। তার বর্তমান বয়স ৪৯ বছর। উচ্চতর গ্রেড পাওয়ার জন্য উৎফল কুমার সরকারের ডিপিইএড দেওয়া একান্ত প্রয়োজন। শিক্ষক শূন্যতার বিষয়টি পূরণের জন্য প্রশাসনের হস্থক্ষেপ একান্তই জরুরী।

শরীফপুর সরকারী প্রথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক উৎফল কুমার তালুকদার বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমতি স্বাপেক্ষে আমি জানুয়ারি ২০২২ হতে ডিপিএডএ আছি। তিনি আরও জানান, ডিপিইএডএ যাওয়ার সময় খন্ডকালীন শিক্ষক হিসাবে শাপলা রানী তালুকদার নামের একটি মেয়েকে তিনি স্কুল দেখে শুনে রাখার জন্য মৌখিক ভাবে দায়িত্ব দিয়ে যান।

তাহিরপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শ্রীপুর দক্ষিন ইউনিয়ন ক্লাস্টার অফিসার বিপ্লব সরকার বলেন, পার্শ্ববর্তী পারাবেকই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নানকে ডেপুটেশনে পাঠানোর জন্য ব্যবস্থা হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের বলেন, শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উৎফল কুমার তালুকদারকে সুনামগঞ্জ ডিপিইএড এ পাঠানো হয়েছে। ওখানে পারাবেকই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নানকে ডেপুটেশনে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে পারাবেকই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান বলেন, আমি বদলীর কোন আদেশ পাইনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, এ বিদ্যালয়ে একজন শিক্ষকও নেই বিষয়টি আমার জানা ছিলোনা, তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।