তিউনিসিয়ায় অভিবাসীবোঝাই নৌকাডুবি, মৃত ২৯

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই দুটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিউনিসিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে যায়।

নৌকা দুটির আরোহী সাব-সাহারান অভিবাসী। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করছিলেন বলে রোববার (২৬ মার্চ) জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

গত কয়েকদিনে তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবির যেসব ঘটনা ঘটেছে, এটি সেগুলোর মধ্যে সর্বশেষ।

এছাড়া সেখানে গত চার দিনে আরও পাঁচটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। অবৈধ ও অনথিভুক্ত আফ্রিকান অভিবাসীদের বিরুদ্ধে তিউনিসিয়া অভিযান শুরু করার পর নৌকাডুবির এই ঘটনা ঘটল।

You might also like