তিন জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত

১০০

গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ ও গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পানিতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, তিন কিশোর ময়দারহাটা এলাকা থেকে মোটরসাইকেলে গোবিন্দগঞ্জের কামদিয়ার দিকে যাচ্ছিল। দুপুরে, ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন কিশোর নিহত হয়।

এদিকে, সকালে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা টোল প্লাজায় ট্রাকের ধাক্কায় মিনারুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান নামে পলিটেকনিকের দু’জন শিক্ষার্থী নিহত হয়েছেন।

অন্যদিকে, গোপালগঞ্জের মুকসুদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাথরবোঝাই ট্রাকের চালকসহ দু’জন নিহত হন।

You might also like