তুরাগ নদে পড়ে যাওয়া ট্রাক দূর্ঘটনার নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

৮২

সাভারের আশুলিয়ায় ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ দু’জনের মরদেহও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বেলা ১১টার দিকে নিখোঁজ আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

এ নিয়ে নিখোঁজ চারজনের মরদেহই উদ্ধার করল ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে সকাল ৬টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে মরাগাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক মুজাহিদ (২৫) ও লেবার শাহিন (৩৫), লেবার আরিফ (২৬) ও নিরাপত্তাকর্মী আব্দুল কাদের (৪০)। মুজাহিদ ও শাহিনের বাড়ি শেরপুরের ঝিনাইগাতীতে, আরিফের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ও আব্দুল কাদেরের বাড়ি জামালপুরে। তারা আশুলিয়া এলাকায় ভাড়া থেকে ইটভাটার কাজ করতেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like