তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

তীব্র শীত আর তুষার ঝড়ে বিপর্যস্ত হয় পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো।

বরফঝড় আঘাত হানার পর টেক্সাস, আরাকানসাস, টেনেসি ওহাইয়ো এবং নিউইয়র্কের প্রায় সাড়ে ৩ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে, অন্ধকারে রয়েছে সেখানকার বাসিন্দারা। মার্কিন অঙ্গরাজ্যগুলোতে হিমশীতল বৃষ্টি ও তুষারপাতে গাছের ডালপালায় স্বচ্ছ বরফের আস্তরণ জমেছে।

এদিকে, টেক্সাস কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র বাতাস এবং বরফে সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার থেকে রাজ্যটিতে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। তীব্র তুষারপাতের মধ্যে টেনেসির মেমফিস মহাসড়কে দুর্ঘটনার মুখে পড়েছে অন্তত ১৬টি গাড়ি।

এতে আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। গত দু’দিনে দেশটিতে নয় হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

You might also like