ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে কঠোর সমালোচনা চীনের
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরকে চরম দায়িত্বজ্ঞানহীনতা এবং সংকীর্ণ মানসিকতার পরিচয় বলে কঠোর সমালোচনা করেছে চীন।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ত্রিপক্ষীয় এ চুক্তির বিষয়ে সমালোচনা করেন। এতে তিনি জানান, নতুন জোট গঠনের ঘোষণা আঞ্চলিক শান্তি মারাত্মকভাবে বিনষ্ট হতে পারে এবং অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি এই চুক্তিকে অচল স্নায়ুযুদ্ধের মানসিকতা বলে অভিহিত করে বলেন তিনটি দেশই নিজেদের স্বার্থের ক্ষতি করলো। ওই চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মূলত বিরোধপূর্ণ দক্ষিণ চীন সমুদ্রে বেইজিংয়ের প্রভাব খর্ব করতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, চীনের পর ফ্রান্সও এ পদক্ষেপের সমালোচনা করেছে।