থানায় গণধর্ষণ: খুলনার ওসি ও এসআই প্রত্যাহার

৯৯

খুলনা রেলওয়ে থানা হাজতে গণধর্ষণের অভিযোগে ওসি ওসমান গনি পাঠান ও ডিউটি অফিসার নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার দুপুরে রেলওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদেরকে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। বিষয়টি নিশ্চিত করে এএসপি ফিরোজ আহমেদ জানান, ফেনসিডিল উদ্ধার মামলা দিয়ে ওসিসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে এক নারীকে গণধর্ষণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাজ শুরু করেছেন তারা। নির্ধারিত সাতদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like