দক্ষিণ পতেঙ্গায় চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার
চট্টগ্রাম নগরের দক্ষিণ পতেঙ্গার চরপাড়া এলাকা থেকে প্রাইম মুভারের ট্রেইলার চুরি ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া জানান, আটকৃতদের মধ্যে খোরশেদ আলম শাহীন প্রাইম মুভারের ট্রেইলার চুরি হওয়া প্যাসিফিক লজিস্ট্রিক সার্ভিসের গাড়িচালক। তাকে দক্ষিণ হালিশহর বারুনীঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে চুরি হওয়া ট্রেইলারটি উদ্ধার ও বাকি আসামিদের গ্রেফতার করা হয়। গত ২৭ আগস্ট পতেঙ্গার চরপাড়া এলাকা থেকে প্যাসিফিক লজিস্ট্রিক সার্ভিসের প্রাইম মুভারের ট্রেইলার চুরি করে চক্রটি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি