দলীয় নেতা-কর্মীদের নিষ্ঠা ও সততার সঙ্গে ত্রাণ বিতরণের আহ্বান তোফায়েল আহমেদের

১০৫

দলীয় নেতা-কর্মীদের নিষ্ঠা ও সততার সঙ্গে ত্রাণ বিতরণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, মনে রাখতে হবে গরীব গরিবই।

তাদের কোনো দল নেই। দল-মত নির্বিশেষে দরিদ্র মানুষ যাতে ত্রাণ পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

আজ (শনিবার) দুপুরে ভোলা সদর হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তি‌নি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখান থেকে নমুনা সংগ্রহ করে বরিশাল বা ঢাকায় পাঠাতে সমস্যা হয় বিধায় ভোলায় স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। তোফায়েল আহমেদের ব্যক্তিগত উদ্যোগে আজ ভোলা, বোরহানউদ্দিন এবং দৌলতখান উপজেলায় পৃথক ৩টি নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে।

 নিউজ ডেস্ক/বিজয় টিভি