দাম না বাড়ায় স্বস্তি চট্টগ্রামের বাজারে

১০৪

নগরের কাঁচাবাজারগুলোতে বিভিন্ন সবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। তবে রেয়াজউদ্দিন বাজারের তুলনায় কাজীর দেউড়ী, চকবাজার ও কর্ণফুলী মার্কেটে সবজির দাম কেজিপ্রতি ৫-১০ টাকা বেশি রাখা হচ্ছে।

রেয়াজউদ্দিন বাজারে বরবটি ৫০ টাকা, লাউ ৪০ টাকা, বেগুন ৪০ টাকা, পটল ৩০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, তিতকরলা ৪৫ টাকা, টমেটো ৪০ টাকা, কাঁকরোল ৪৫ টাকা, পেঁপে ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ আছে। তাই এখনো দাম বাড়েনি। এদিকে ফার্মের ডিম প্রতি ডজন ১১৫ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকা, লেয়ার মুরগি ১৮০ টাকা, দেশি মুরগি ৩৫০ খেকে ৪শ’ টাকা, কক ১৭০ থেকে ২শ’ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস বাজারভেদে বিক্রি হচ্ছে কেজি ৫শ’ থেকে ৫৫০ টাকা ও খাসির মাংস ৭৫০ থেকে ৮৫০ টাকায়। মাছের বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছ ২৩০-২৮০ টাকা, তেলাপিয়া ১৪০-১৮০ টাকা, বড় চিংড়ি আকারভেদে ৪শ’-৮শ’ টাকা, রূপচাঁদা মাঝারি ৬শ’ টাকা, শিং মাছ ৪শ’-৫শ’ টাকা, কাতলা ২৫০-৩শ’ টাকা, সুরমা ৪৫০ টাকা, ছোট ইলিশ ৭৫০-৮শ’ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like