দিনাজপুরে অপহরণ করে ৪৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি, আটক ৩
দিনাজপুরে অপহরণ হওয়া ইশান এগ্রো লিমিটেডের ম্যানেজার আশরাফুল ইসলামকে (৪৬) উদ্ধারসহ অপহরণকারী তিন নারীকে আটক করেছে সিআইডি।
বুধবার সন্ধ্যা ৭ টার দিকে দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আরো দুই অপহরণকারী পালিয়ে যায়।
আটককৃতরা হলো, দিনাজপুর জেলার বিরল উপজেলার দোগাছি গ্রামের জয়নুল ইসলামের মেয়ে জিনাত রেহেনা (২৫), একই গ্রামের ফয়জুল হকের মেয়ে নূর বানু (৪৫) ও পলাশবাড়ী গ্রামের মেহেরুল ইসলামের স্ত্রী রশিদা খাতুন।
দিনাজপুর সহকারী পুলিশ সুপার (সিআইডি) স্বপন কুমার বক্সি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ইশান এগ্রো লিমিটেডের ম্যানেজার আশরাফুল ইসলামকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা মুক্তিপণ হিসাবে ৪৫ লক্ষ টাকা দাবি করে। বিষয়টি দিনাজপুর সিআইডিকে জানালে বিশেষ ডিভাইস ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার ও অপহরণ হওয়া ম্যানেজারকে উদ্ধার করা হয়।
অপহরণকারীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরন করা হবে বলেও জানান তিনি।