দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিমল চন্দ্র রায় (৪৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টার সময় দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিমল চন্দ্র রায় ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের মৃত ধলুর ছেলে। তিনি সদর উপজেলার গোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট ইন্দ্রজিত কুমার রায় অনিক বলেন, আমরা দুজন দুটি মোটরসাইকেল নিয়ে ভূষিরবন্দর থেকে বিয়ের আশির্বাদ অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলাম। পথে কলেজ মোড়ের কাছাকাছি এলে একটি অটোরিকশা বিমল চন্দ্রের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় দশমাইল থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের এসআই কৃষ্ণ চন্দ্র রায় বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

You might also like