দিনাজপুরে মাদকসহ গ্রেফতার ৮
দিনাজপুর পার্বতীপুরে মাদকসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর এর নেতৃত্বে এসআই মিন্টু চন্দ্র বনিক, এসআই বিধান চন্দ্র বর্মণসহ মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছে থাকা ৩৫০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল, ৪’শ গ্রাম গাঁজা ও ১২ লিটার চোলাইমদ উদ্ধার কর হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, আসাদুল হক (৩২), দেলোয়ার হোসেন ডলার (২৫), আসাদুজ্জামান বুলবুল (৩০), পারভেজ মোশারফ (২২), জগদীশ চন্দ্র (৪০), আরিফুজ্জামান (১৫), শাহেদ বাবু (১৬) ও শ্রী বিপ্লব টুডু (২৪)।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রস্তুতি চলছে।