দিনাজপুর গুদামের সার খোলা আকাশের নিচে রাখায় চরম দূর্ভোগ

৯৩

দিনাজপুর শহরের পুলহাট বাফার গুদামের সার খোলা আকাশের নিচে রাখায় চরম দূর্ভোগে পড়েছে আশপাশের এলাকার প্রায় দুই শতাধিক পরিবার। বৃষ্টির পানিতে সার গলে ছড়িয়ে পড়ছে চারিদিকে। দূষিত হচ্ছে পানি। বিশেষজ্ঞদের মতে সার মিশ্রিত এমন পানি পান করলে চর্ম রোগ, গেটের পিড়াসস ভয়াবহ রোগ হতে পারে। প্রাকৃতিক পরিবেশের ওপরও পড়তে পারে স্থায়ী প্রভাব।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like