দিনাজপুর ফুলবাড়ীতে আরসিসি ড্রেনের নির্মান কাজের উদ্বোধন
দিনাজপুর ফুলবাড়ী পৌর শহরের ২নং ওয়ার্ড সুজাপুর এলাকার সোয়েব এমপি মোড় হতে বটতলি পর্যন্ত নর্দান বাংলাদেশ এন্টিগ্রেট ডেভলোপমেন্ট প্রোগ্রাম (নবিদেপ) এর অর্থায়নে সকাল সাড়ে ১১ টায় ২ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে ৮শত ১৫ মিটার আরসিসি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব আলহাজ¦ লুৎফুল হুদা চৌধুরী লিমন, ওয়ার্ড কাউন্সিলর মোঃ ময়েজ মন্ডল ও শ্রী হারান দত্ত, নদিবেপ মিউন্সিপাল ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দস, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, কর্ম পরিদর্শক গোলাম মওলা আজাদ, ঠিকাদার মনোজ কুমার মল্লিকসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গগন।