দিন-দ্য ডে সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরেছেন অনন্ত জলিল
দুর্দান্ত সব অ্যাকশন নিয়ে ফিরেছেন দেশের অ্যাকশন হিরো খ্যত নায়ক অনন্ত জলিল। প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা দিন-দ্য ডে সিনেমার ট্রেলার। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন তিনি।
ট্রেলারে কখনও মিসাইল, কখনও জিপ আবার কখনও হেলিকপ্টার নিয়ে মিশন চালাতে দেখা গেছে আলোচিত এই নায়ককে। আর হ্যাঁ, সঙ্গে বরাবরের মতোই আছেন নায়িকা বর্ষা। রিভালবার হাতে অ্যাকশনে নেমেছেন তিনিও।
১৫ মার্চ অনন্ত জলিলের ইউটিউব চ্যানেলে ট্রেলারটি প্রকাশ হয়। এতে বাংলাদেশ ও ইরানের প্রশংসাও উঠে এসেছে অনন্ত জলিলের মুখে। ছবিটি নির্মিত হয়েছে বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায়।
সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায়। প্রায় দুই বছর ধরে তৈরি করা হয়েছে ছবিটি। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে হয়েছে সিনেমাটির শুটিং।
যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, মিশা সওদাগরসহ ইরান-লেবাননের শিল্পীরা। বাংলা ভাষার পাশাপাশি ছবিটি ফারসি, আরবি ও ইংরেজিতে মুক্তি পাবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি