দীঘির সঙ্গে সিনেমা করতে চান হিরো আলম!

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হসেন ওরফে হিরো আলম। সম্প্রতি দুবাইয়ে একটি সোনার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। সেখানে হিরো আলম ছাড়াও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিসহ আরও অনেক তারকা অংশ নিয়েছিলেন।

প্রোগ্রাম শেষে গত রোববার সকাল ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হিরো আলম। এ সময় গনমাধ্যম কর্মীদের মুখোমুখি হন তিনি। পুলিশ খুনের আসামি জেনেও কেন আরাভের শোরুম উদ্বোধনে গেলেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেছেন, আমরা তো আগে জানতাম না। শুধু আমরা কেন পুলিশও বিষয়টি জানত না। আর পুলিশ যদি আগে জানতে পারত, তা হলে পুলিশের উচিত ছিল বিমানবন্দরে আমাদেরকে আটকে দেওয়া। কিন্তু তা তো পুলিশ করেনি। বরং আমরা গেছি বলে পুলিশ জানতে পেরেছে রবিউল ইসলাম একজন খুনি। তাই পুলিশের উচিত আমাদের ধন্যবাদ দেওয়া।

তিনি আরও বলেছেন, সাকিব আল হাসান এবং আমার মাধ্যমেই পুলিশ একজন হত্যা মামলার পলাতক আসামির সন্ধান পেয়েছে। তাই পুলিশের উচিত— আমাকে আর সাকিব আল হাসানকে মেডেল দেওয়া। আমরা যদি সেখানে না যেতাম, তা হলে পুলিশ ওই আসামির সন্ধান পেত না।

এদিকে, ভবিষ্যতে দীঘির সঙ্গে সিনেমা করার ইচ্ছা আছে কিনা? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেছেন, দীঘির সঙ্গে সিনেমা করার ইচ্ছা আছে। তবে এ বিষয়ে দীঘির সম্মতির ব্যাপার রয়েছে। সে যদি রাজি হয় তা হলে অবশ্যই অভিনয় করব।

গ্রেপ্তার আতঙ্কে আছেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘অবশ্যই গ্রেপ্তার আতঙ্কে আছি। বাসায় না পৌঁছানো পর্যন্ত আতঙ্ক কাটবে না।’

তাছাড়া হিরো আলম আরও বলেছেন, ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শনিবার বিকালে দুবাইয়ের মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষ্যে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। আসছে রমজানে এবার চমক হিসেবে আমার গাওয়ার একটি ইসলামিক গান থাকবে।