দুই গারো শিক্ষার্থী ধর্ষণ: মূল আসামি গ্রেফতার

ময়মনসিংহের হালুয়াঘাটে দুই গারো শিশু শিক্ষার্থীকে দল বেঁধে ধর্ষণ মামলার মূল আসামি সোলায়মান হোসেন ওরফে রিয়াদকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৮ জানুয়ারি) সকালে গ্রেফতারের বিষয়টি  নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, গত ২৮ ডিসেম্বর রাতে হালুয়াঘাট এলাকায় স্কুলপড়ুয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আজ শনিবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান ইমরান।

গত বছরের ২৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে বিবাহের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দল বেঁধে ধর্ষণের শিকার হন দুই গারো শিশু। এ ঘটনায় তিনদিন পর ৩০ ডিসেম্বর সাবেক মেম্বার আব্দুল মান্নানের ছেলে রিয়াদ(২২)সহ ১০ জনের নামে মামলা করেন ভিকটিমের পরিবার।

You might also like