দুই যাত্রীর পেটে মিললো ৬ স্বর্ণের বার

যশোরের শার্শার বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ভারতগামী দুই বাংলাদেশি পাসপোর্ট দুই যাত্রীর পেটের ভেতর থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পটুয়াখালী জেলার দশমিনা থানার ফরিদাবাদ গ্রামের শাহাজান মিয়ার ছেলে আবুল হোসেন (২২) ও শরিয়তপুরের জাজিরা থানার পাড়েরচর গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে মো. হৃদয় (২১)।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক শায়েখ আরেফীন জাহেদী জানান, গোপন খবরে জানতে পারি, দুই বাংলাদেশি যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে নজরদারি বাড়ানো হয়। পরে দুই যাত্রী ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদের সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে স্বর্ণের কথা অস্বীকার করলে তাদের পেট এক্সরে করে দুইজনের পেটের মধ্যে তিনটি করে ছয়টি ৬৯৬ গ্রাম ওজনের স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

স্বর্ণগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান আরেফিন জাহেদী।

You might also like