দুর্যোগ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ এখন দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে বাংলাদেশ এখন দৃষ্টান্ত উল্লেখ করে নিজেদের সুরক্ষার পাশাপাশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
এবারের প্রতিপাদ্য ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’।
প্রধানমন্ত্রী বলেন, চলতি বছর করোনা মহামারির পাশাপাশি একের পর এক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেছে বাংলাদেশ।
মুজিব বর্ষের অঙ্গীকারের কথা স্মরণ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রত্যেকের জন্য ঘর তৈরি করে দেয়া হবে।
এবার দিবসটি ঘিরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি