দুষ্কর্মে ফেরার চিন্তা ভুলে যান: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সুন্দরবন সংলগ্ন এলাকায় দস্যুতা ছেড়ে যারা আত্মসমর্পণ করেছেন তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা দুষ্কর্মের চিন্তা করছেন, তারা তা ভুলে যান।

সোমবার (১ নভেম্বর) দুপুরে বাগেরহাটের রামপালে ‘দস্যুমুক্ত সুন্দরবন: ৩য় বর্ষপূর্তি ও আত্মসমর্পণকৃতদের পুনর্বাসন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দস্যুতা থেকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের মামলা প্রত্যাহার করা হবে। তবে, ধর্ষণ ও হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে। ইতোমধ্যে এ বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই গতি একটু ধীর। কিন্তু দয়া করে আপনারা অন্য কোনও চিন্তা করবেন না। কেউ যদি আবারও দস্যুতায় ফিরে যান, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূর্তিতে আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ১০২টি ঘর, ৯০টি মুদি দোকান (মালামালসহ), ১২টি জাল ও মাছ ধরার নৌকা, ৮টি ইঞ্জিন চালিত নৌকা এবং ২২৮টি গবাদিপশু (বাছুরসহ) উপহার দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

You might also like