দূর্নীতি,সন্ত্রাস ও মাদকসহ সকল অপকর্মের রোধে অভিযান অব্যাহত থাকবে- ওবায়দুল কাদের
দূর্নীতি,সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমীর নাট্যশালায় ‘জাতীয় শিশু-কিশোর নাট্য ও সংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন আছেন, সংস্কৃতির পৃষ্ঠপোষকতা হারাবে না বরং পাবেন। কারন তিনি একজন সংস্কৃতি বান্ধব রাষ্ট্রনায়ক। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে, এম খালেদ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি