দেওয়ানহাটে সুবিধাবঞ্চিতদের মাধে ঈদ বস্ত্র বিতরন

১১৫

বৃহুপতিবার চট্টগ্রামের দেওয়ানহাটস্থ একটি কমিনিউটি সেন্টারে সিদ্দিক রিজোওয়ানা ওয়েলফয়ার ফাউন্ডেশন এর উদ্যেগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয় ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিদ্দিক রিজোওয়ানা ওয়েলয়োর ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দ মাহামুদুল হক, রেজাউল করিম রিটনসহ আরো অনেকে।

এই সময় বক্তারা বলেন, দান নয় কর্মই মানুষকে বড় করে, সুবিধা বঞ্চিতদের সাহায্যার্থে সমাজের বিওবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like