দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার দরকার

১৩৩

বুধবার সকালে নগরীর প্রয়াত মেয়র আলহাজ¦ এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমাহিলস্থ বাসভবনে চট্টগ্রাম বিজয় মেলা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিজয় মেলা আজ প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামীলীগের রাজনৈতিক চেতনাকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে হবে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও বিজয় টিভির পরিচালক হাসিনা মহিউদ্দিন, বিজয় মেলা পরিষদের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম সহ আরও অনেকে।

সভায় লালদিঘির পাড় বিজয়মঞ্চকে প্রয়াত মেয়র আলহাজ¦ এবিএম মহিউদ্দিন চৌধুরী মঞ্চ নামে নামকরনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like