দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই
চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বারের পরিচালক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন বলেছেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
গতকাল (শুক্রবার) ষোলশহর মেয়রগলি কর্তৃক উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তরুণ প্রজন্মকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা সৈয়দ আমিনুল হক, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মো. জসিম উদ্দিনসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি