দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কমেছে শীতের তীব্রতা

রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তবে সাড়া দেশে শীতের তীব্রতা কিছুটা কমেছে।

বৃহস্পতিবার রাত থেকে পঞ্চগড়, কুঁড়িগ্রাম, রাজশাহী, রংপুর, লালমনিরহাট ও ঢাকার কিছুকিছু এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও ঘন থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে।

এছাড়া, রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫।

You might also like